Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি অনামিকা চৌধুরীর কবিতা ” তুমি কি কেবলই,পটে আঁকা ছবি”

বিশিষ্ট কবি অনামিকা চৌধুরীর কবিতা ” তুমি কি কেবলই,পটে আঁকা ছবি”

শিরোনামঃ তুমি কি কেবলই
পটে আঁকা ছবি।
কলমেঃ অনামিকা চৌধুরী।
তারিখঃ ১৬/১০/২৩- ইং।

>>>এসেছে নব উদ্যোগে আজি
নব আলোর সন্ধ্যানে।
মরমি’র মনের মাধুর্য মিশিয়ে খুঁজছে কোন জিয়া তাঁহারই তরে।

>>>পড়ন্তু ভাবছে সে যে কেবলই
এসেছে এক ধুসর ছবির ও আকারে।

>>>বাতাস যেমন বইছে পবনে
বাজালো বাঁশি ঘন বরষণে
সজল ও হলো আঁখিরও জলে।

>>>ও’সে প্রিয়া আমার হৃদয়ের
স্পন্দন যে বাড়িয়ে দিলো,
বানালো আমায় ঘুমন্ত ফুলঝুরি,

>>>আমার পৃথিবী থেকেই
ঘুমেরও ঘোরে আমায় যে
ছুঁয়ে গেলো।

>>>কি – হেতু আমায়
পুনশ্চ জাগরিত করলে?
অভিনব প্রত্যাশার আশা জাগালে?

>>>সেই উড়ে যাওয়া হাওয়ার
ন্যায় চলেই যদি যাবে!!

>>>তবে কি তুমি কেবলই পটে
আঁকা কাল্পনিক অস্তিত্ব।
যাকে অনুভবে মম স্পর্শ কাতর।
বাস্তবতায় ইন্দ্রিয় গ্রাহ্য
অনুভবনীয় কেবলই এক
কায়া।
____________________________

Powered by themekiller.com