Breaking News
Home / Breaking News / অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা”মুক্ত বিহঙ্গ নেশায়”

অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা”মুক্ত বিহঙ্গ নেশায়”

মুক্ত বিহঙ্গ নেশায়

সারমিন জাহান মিতু

১৪-১০-২০২৩

হেঁটে চলি এ নিরুত্তাপ শহর পেরিয়ে
এখানে এখন হৃৎপিণ্ড পোড়া
এঁটো গন্ধে দম বন্ধ বেঁচে থাকা,

মানুষের ভেতরে পঁচে – মরে, গলে গেছে ভালোবাসা।

যতটা ভালোবাসলে কাছে
আসা যায়
ততটাই ভালোবেসেছিলাম,

যতটা আপন ভাবলে মন কেঁদে ওঠে
ততটাই আপন ভেবেছিলাম।

কিন্তু এই ধরত্রীর মাটির সুধা
তোমার কাছে ছিলো পিছিয়ে থাকা যোদ্ধার হতাশা জীবন,

সম্মুখে এগিয়ে যাওয়ার স্পৃহায়
ছুটলে তুমি
ধমকা হাওয়ায় ভেসে গেলাম আমি
এক গঙ্গা নদী পেরিয়ে প্রশান্ত মহাসাগরে ভিজলো শরীর
নিস্তব্ধ বরফ স্তুপ এই মন।

এখন আমি মেঘেদের সনে কথা বলি
একটু একটু মেঘের পথ পাড়ি দিয়ে
এগিয়ে চলছি মহাশূন্য পথে,

যেখানে দুঃখ – সুখের দর কষাকষি নেই
প্রজাপতির ডানায় ফেলে আসা দেহ উড়ে চলে মুক্ত হবার নেশায়।

এবার তুমিও ভালো থেকো
মুক্ত বিহঙ্গের ডানায় উড়ে চলো
নতুন বসন্ত ভোরে ফুলের স্বর্গপতি হয়ে,

আপত্তি নয় নিষ্পত্তির স্মারক পত্র তোমাকে দিলাম।

Powered by themekiller.com