Breaking News
Home / Breaking News / প্রখ্যাত কবি অনামিকা চৌধুরীর কবিতা “প্রণয়ের প্রতিঘাত”

প্রখ্যাত কবি অনামিকা চৌধুরীর কবিতা “প্রণয়ের প্রতিঘাত”

শিরোনামঃ প্রণয়ের প্রতিঘাত।
কলমেঃ অনামিকা চৌধুরী।
তারিখঃ ১৪/১০/২৩- ইং।
____________________________

কার তরে এতো জল আসে ———চোখে?সে কি আদৌ ওই চোখের জলের যোগ্যতা রাখে?
———-না’ রাখে না,
একদম রাখে না।

আসল মানুষ কাঁদায় না,
——-চোখের অশ্রুমোচন করে,
কভু ঝড়ায় নাহ্।

তবে এসব কি?
——-কিছুই নয়, কেবলই একটা
ক্রিড়নক রঙ্গ মাত্র।

অস্মিতা তুমি সত্যরূপে সিদ্ধ হও।
—–সে যে কম্পিন কালেও
তোমার সমর্থ ছিলো না।

——তুমি তাহা সতত আঁচ
করিতে ছিলে অক্ষম তব
——তাঁহারই প্রণয়েরই বাঁধনে।

এবার অন্তত আঁখিদ্বয়কে
———করো বিকশিত ,
নিরখা পৃথিবীর সকল
——শোভনতায় পূর্ণ মাধুর্যময়ী
সৌষ্ঠব সৌন্দর্যের ঝলকে।

দেখিবে এথায় প্রকৃতির সকল ——রূপ তাঁহার সপ্তসুরে বাজাচ্ছে
বীণা অকপটে, নান্দনিকতা
——দর্শনের পৃথক পৃথক শাখায়।

তবেই এ জীবন তোমার হইবে ———-সমর্থ সৃষ্টি কর্তার অপার সৃষ্টির শিল্পের ও দর্শন লাভে।

ও’হে মানবী
——-আর নয় অগ্নি বীণা।
প্রচেষ্টা চালাও
——–স্বয়ং সম্পূর্ণ ব্যক্তিত্বতে
হও জাগরূক,
নব নব সাফল্যের দ্বারপ্রান্তে।

দৃষ্টিভঙ্গির ব্যর্থতায়
———-হইয়ো নাকো পরাভূত!
একজন বহিরাগত আত্মম্ভরি
——-অপক্ক অলিক খেয়ালে।

Powered by themekiller.com