Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি অনামিকা চৌধুরীর লেখা ” মহানুভবতা “

বিশিষ্ট কবি অনামিকা চৌধুরীর লেখা ” মহানুভবতা “

শিরোনামঃ মহানুভবতা।
কলমেঃ অনামিকা চৌধুরী।
তারিখঃ ১১/১০/২৩ – ইং।
====================

ভদ্রোলোক-এতো ভাবনা কিসের হুমম?

বালক-পেটে খাবার নেই, মাথা গুজার ঠায় নেই, বাবা -মা নেই, আমি অনাথ আমার কেউ নেই।কী করবো বুঝে উঠতে পারছি না।
একটা বড় দীর্ঘশ্বাস ছাড়লো
ছেলেটি।

ভদ্রলোক- কে বললো তোমার কেউ নেই! তোমার সব আছে জানো?

বালক- কোথায়? এখানেই তাকিয়ে দেখো সমুদয় বিশ্বভূবন তোমার। তুমি স্বয়ং সম্পূর্ণ —-

বালক -তাহলে আমি খাবো কি? থাকবো কোথায়? কে দিবে আশ্রয়?

ভদ্রলোক – বললেন তিঁনি দিবেন, যিনি তোমাকে পাঠিয়েছেন। সৃষ্টি কর্তা।

বালক -তাহলে কই দিলো না তো কিছু আজ তিন দিন ধরে কিছু খাইনি, যেখানে গেছি সবাই ধাক্কা মেরে ফেলে দিয়েছে।শেষে ওই ডাস্টবিনের খাওয়া তুলে খেলাম।

ভদ্রলোক – ওটা ছিলো তোমার পরিক্ষা, মানুষ যা ভাবে তার থেকে অর্থাৎ তুমি কল্পনাও করতে পারবে না তিঁনি কী ভাবছেন তার বান্দাদেরকে নিয়ে।

তিঁনি আমাকে পাঠিয়েছেন তোমার হেফাজতের জন্য, তুমি যাবে আমার সঙ্গে?

বালক- মানে!
ভদ্রলোক – মানে তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে আমার সন্তান হয়ে। আমার জন্য ই তোমার আজ এই অবস্থা। এটাই ছিলো তাঁর পরিকল্পনা। তোমার লালনপালন যে আমার হাতেই হবে খোকা।

বালক- কাঁন্না করে বলতে থাকে আমাকে কেউ ভালোবাসে না, এক মুঠো ভাত দেয় না, আপনি যা বলবেন আমি তাই করবো তবুও আমাকে ফেলে দিয়েন না। সারাদিনে একবার খেতে দিয়েন ও আপনার বাড়ির এক কোণায় একটু থাকতে দিয়েন, আমি আপনার সব কাজ করে দিবো তবুও আমাকে একটু বাঁচান স্যার।

ভদ্রলোক- আরে কি করছিস কাঁদছিস কেন? তুই তো আমারই আমানত। চল এতো কথা তুই বুঝবি না। আর চিন্তা নয়। এবার আমরা মহা আনন্দে দিন কাটাবো দুজনা।
আলহামদুলিল্লাহ। বলে লোকটি মহান রাব্বুল আলামীনের রহমতের শুকরিয়া জানালো।

সারবস্তু – ঠিক এভাবে যদি আমরা একটি করে অনাথ শিশুর মাথায় হাত রাখতে পারি, তাহলে কেউ কি কোথাও আর না খেয়ে না দেয়ে রাস্তার টোকাই হয়ে ঘুরে বেড়াবে? না কোথাও বাড়বে আর দুরাচার।
——-
আমাদের সকলের ঘরে প্রতিদিন কিছু না কিছু খাবার বাড়তি হয় এতে কোন সন্দেহ নেই এবং ওই খাবার গুলো ফেলেও দেন। কিন্তু আপনি কি জানেন? আপনার- আমার ওই বাড়তি খাবার দিয়ে একটি মানুষের জীবন বাঁচানো সম্ভব। এটা কী কোন চিন্তার বিষয় নয়??
—– আসুন না আমরা একটু সহানুভূতির হাত বাড়াই অন্তত একজনকে একবেলা খাওয়াই যার যার সামর্থ অনুযায়ী।
——-অস্থায়ী দুনিয়ায় যতটুকু নেক আমল করবেন তার কতগুণ পুরষ্কার আপনি ফেরত পাবেন তা আমার আপনার অনুধ্যায়ের বাহিরে।।।।

Powered by themekiller.com