Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা “একটি মুখ খুঁজি”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা “একটি মুখ খুঁজি”

|| একটি মুখ খুঁজি ||

– আব্দুল্লাহ আল মামুন রিটন

আমার জীবনের ছোট বড় ভুলগুলো মেনে
লম্বা ছোট দীর্ঘশ্বাস অতিক্রম করতে করতে
এগিয়ে চলেছি এক অনিবার্য অদেখা ভবিষ্যতে।
এখানে অভিযোগ নেই, নেই কোন তাড়াহুড়ো
শুধু হেঁটে যাওয়া ঐ অনিশ্চিত সময়ের পথে
বেঁচে থাকার বেঁধে ফেলা অমোঘ অটুট নিয়মে।
এখানে নীরবতা আছে,আছে ভীষণ একাকিত্ব
জড়িয়ে আছে অস্তিত্ব জুড়ে আমার যত বাসনা
আছে ক্লান্তি, নীরব ঝরনার রক্ত-জমাট মেঘ
আছে অস্তিত্বহীন ভুলতে না পারার অন্য অস্তিত্ব।
জীবনের বহমান নদীর ধার ঘেঁষে অসংখ্য স্তূপ
সেখানেও জমেছে কতশত জলজ গুল্ম ও ফুল
সেখানেও ঝিনুক মুক্তি দিয়েছে মুক্ত উজ্জ্বল সুখ
তবু এপারে পাড় ভাঙে দিনরাত, প্রকৃতি নিশ্চুপ।
সূর্য ডুবে গেলেও হেঁটে যাই চাঁদের কিরণ মেখে
সাহারা থেকে আমাজন হয়ে বৈরুতের পথে
কি জানি এখানেও কি সুখ? এই হেঁটে খোঁজা মুখ
যদিও সীমান্ত জুড়ে নীল, কালো বিবর্ণ বিস্তীর্ণ অঞ্চল।
এখানে একাই থাকি বিষাদের শূন্যতা গ্রাস করে
একা থাকি, একা চলি, যদিও মরু অঞ্চল ভীষণ তপ্ত
চলতে থাকি,চলতে চলতে খুঁজতে থাকি সমাপ্তি
খুঁজি,তোমার আমার সে ভালোবাসার আসল সত্য।

Powered by themekiller.com