Breaking News
Home / Breaking News / কবি অনামিকা চৌধুরীর কবিতা “কায়েমী শক্তি”

কবি অনামিকা চৌধুরীর কবিতা “কায়েমী শক্তি”

শিরোনামঃ কায়েমী শক্তি।
কলমেঃ অনামিকা চৌধুরী।
তাং- ০৩/০৮/২৩- ইং।

প্রেম বা অনুরাগ
কাকে বলে?
কই আমি তো ইতি পূর্বে
কখনো অবগত ছিলাম না!

তুমি আমায় অনুভব করতে শিখিয়েছ,————-
তোমার তাড়নায় জাগিয়েছো আমার উৎকন্ঠিত আকাঙ্খা।

তুমি আমার অনুভূতিতে
উদ্দীপনার সঞ্চার জাগ্রত করেছো।———-
তোমার সংস্রবে আমি
পেয়েছি অনুরাগের ছোঁয়া।

তুমি আমাকে অনুভব করিয়েছো—-
এই রম্য ধরিত্রীর শোভা
সৌন্দর্যের বৈচিত্র্যময় বেলাভূমির বিভিন্নতা।

আমার অন্তরকে করেছো
বিস্তৃত ও উদার।
অন্তরের অন্তস্তল থেকে
আমায় জেগে থাকতে শিখিয়েছ।

দেখিয়েছো নীলাম্বরের শুভ্র জলধরে অবগাহন করায়
কতোখানি বিমোহিত হওয়া যায়।

সাগরের শুভ্র নির্মল তরঙ্গের
সঙ্গে সঙ্গে পদব্রজে চলা।
আমার হৃদয় ছুঁয়ে করেছো
কতো রঙ্গরস।

বেলাশেষে তুমি আমায়
এবার মর্মগ্রহণ করালে,
নয়নজলে নিশি যামিনীর
অস্পটতা।

এ কী, নিদারুণ নৈপুণ্য
পারদর্শীতা তোমার প্রণয়ের!

তোমার বিহনে কত যাতনা
সহিষ্ণু মম করিতে যাচাই
আমায় না করে
পরোয়া!!!————-
দুর হতে করছো অবলোকন।

আমি কত অশ্রু ঝরাতে
সমর্থ শুধুই তোমারই স্মরনে।
তুমি নও অবগত
তুমি বিহনে মোর অশ্রুশিক্ত
নয়ন আমার একমাত্র সঙ্গী
এবং————–
ধীরতা আমার কায়েমী শক্তি।।
#emotions #trending বাবুল আকতার মাফু মৌলবির কবিতা Madhumongol Sarkar Mukti Kumar Patra

Powered by themekiller.com