Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” কাঙালি মন “

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” কাঙালি মন “

কাঙালি মন

সারমিন জাহান মিতু
২৫-৭-২০২৩

কাঙালি মন উচাটন করে
ছকে বাঁধা জীবন থেকে
ছুটে চলে বেদের নায়ের পিছু,

যদি পায় ওদের মতো উন্মুক্ত জীবন।

কিন্তু নায়ের মাঝির বড্ড তাড়া
অচেনা সাগরে দেয় পাড়ি,

চাতকের মতো চেয়ে দেখি
হাপিত্যেশ মনে ফিরে আসি
নিজ কামরায় আবদ্ধ জীবন।

চঞ্চল হরিণী ভাবনা অস্থির হয়ে ওঠে
ঘুমন্ত শিশুর মতো অলীক স্বপ্ন ভ্রম,

বয়সের কাঠামোতে আমি এখন পরিপূর্ণ নারী
ইচ্ছে হলেই সবটুকু পাওয়া যায় না।

রাশি রাশি স্বপ্নের সিঁড়ি পেরিয়ে
যে রোদমাখা দিগন্ত ছুঁতে চাওয়া
সেখানে বৃষ্টি ভেজা শরীর আমার,

বরফের মতো হিম হয়ে কাঁপা ঠোঁটে
রোদ দেখি মেঘের আড়ালে।

কাঙালি মন আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পুড়ে যায়
যে দুঃখ বোঝে না তাকে দুঃখী মানুষের
গল্প শোনাতে নেই,

যে নিস্তব্ধ মুখে কষ্টের রং দেখতে পায় না
তাকে ভালোবাসার গল্প শোনাতে নেই।

কাঙালি মনের কষ্ট গুলো রূঢ় বাস্তবতায়
ধামাচাপা পরে থাক সুখের টালমাটাল বাহনায়।

Powered by themekiller.com