Breaking News
Home / Breaking News / দুঃকজয়ী কবি সানোয়ার হোসেন এর কবিতা “নক্ষত্রের সমাধি “

দুঃকজয়ী কবি সানোয়ার হোসেন এর কবিতা “নক্ষত্রের সমাধি “

নক্ষত্রের সমাধি
সানোয়ার হোসেন

পৃথিবীর পথে অজানা কোনো এক তীরে
নদীর স্রোত বয়ে যায় নবাগত সুরে।
যেখানে মৃদু ঢেউ, সাদা মেঘের স্থিরতা;
জলের উপর সূর্যের প্রথম স্নিগ্ধতা
গুঞ্জনে গুঞ্জনে পাখিদের কানাকানি
ভোরের আহ্বানে, নিয়ে আসে সুখ অসুখের হাতছানি।

ঠিক সে-ই তীর ঘেঁষেই গড়ে ওঠে অজস্র প্রাসাদ!

সে-ই প্রাসাদে কারা থাকে?
কাহাদের খোঁজে এত কাক শকুনদের আসা যাওয়া….?

আজ বহুদিন পর এসে মনে হয়
পৃথিবী থেকে বহু নক্ষত্র ঝড়ে গেছে…!
শিশিরের শব্দে মাদল বাজিয়ে এসে
সে সব নক্ষত্রে শেষ সমাধি হয়েছে এইসব প্রাসাদে।

অন্য তীরে সবুজের মতো মানুষের চোখে
মূঢ় শুন্যতায় স্মৃতি গুলো ঝরে পড়ছে।
বেদনা সিক্ত অনুরণন হয়েছে
মোহের সকল সম্পর্কের পিছুটান।

এই তীরে তাকিয়ে দেখি;
কাক শকুনদের চোখ
যেনো ইশারায় বলছে;
আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে, আরো দেরি কেনো?? হাড় থেকে মাংস ছিঁড়ে খেতে পাড়লেই।
আমরা শান্ত হব।
বিনিময়ে নতুন করে গড়ে দেব তোমাদের প্রাসাদ!
আমরা প্রাসাদ গড়তে প্রস্তুত আছি।

Powered by themekiller.com