Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট এ এ মামুন রিটন কবিতা “তোমার পথিক “

কবি ও কলামিস্ট এ এ মামুন রিটন কবিতা “তোমার পথিক “

” তোমার পথিক ”
– এ এ মামুন রিটন

যদি বিষণ্ন থেকে আকাশের সাথে মিতালি করতাম
তবে হয়ত বুকের গহ্বরে সেই তুমিটাকে ছাড়া হত না
মুক্ত বিহঙ্গের মত ডানা মেলাও হত না আমার অভ্যন্তরে
মেঘের থেকে চোখ ফিরিয়ে আমি পদচিহ্ন খুঁজি এখনও।

বহুদিন বহুপথ নদীর পাঁজর ভেঙে আমাকে হেঁটে নিয়ে গেছে
দেখিয়েছে দূরত্বের সাথে প্রকৃতিও কীভাবে পাল্টে যায় ক্রমাগত
আমি বিশ্রাম চেয়েছিলাম পথের কাছে, একটা বৃক্ষ চেয়েছিলাম
পথ আমাকে আশ্বস্ত করে বলেছিল, থেমে গেলেই মরে যাবে।

থেমে গেলে তোমার ভিতরের গহ্বর উষ্ণ হবে, জ্বলবে
পুড়তে থাকবে অযথা নামের সেই কঙ্কাল হারানোর শোকে
তুমি ক্রমাগত বন্দি আসামির মত সাজা শেষের আগেই
নিভৃতে ছাই হয়ে মিশে যাবে পথের ধুলোর মতই পায়ের নিচে।

#রিটন

Powered by themekiller.com