Breaking News
Home / Breaking News / আব্দুল্লাহ আল মামুন রিটন এর অদ্ভুত জীবনের গল্প

আব্দুল্লাহ আল মামুন রিটন এর অদ্ভুত জীবনের গল্প

অদ্ভুত জীবনের গল্প
– আব্দুল্লাহ আল মামুন রিটন

রাত নেমে এলে খুব নীরব একটি প্রকৃতির আবির্ভাব ঘটে। শান্ত, স্থির, গভীর পরেবেশ। এই নীরবতাতেও কেউ কেউ জেগে ওঠে ভেতরের অশান্ত অনুভূতির খোঁচায়। জেগে উঠে ব্যস্ত হতে চেষ্টা করে কোনও না কোনও কাজে, হোক না কেন কাজটা অহেতুক, তবুও।
নীরবতায় নীরবে খুঁড়তে থাকে বুকের ক্ষত। যে ক্ষত নিজেই হয়ত কখনো খুঁচিয়ে খুঁচিয়ে সৃষ্টি করেছিল। যার গভীরতা আছে, কিন্ত শেষ নেই।

দিনের কোলাহলে সেই মানুষটাই আবার শান্তি খুঁজে পায়। ঘুমিয়ে পড়ে নিশ্চিন্তে। রাতের সেই জেগে ওঠা অশান্ত মন দিনের কোলাহলে শান্ত হয়ে যায়। এ এক অদ্ভুত জীবন।

Powered by themekiller.com