Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “কি বিরহে”

কবি সারমিন জাহান মিতুর কবিতা “কি বিরহে”

কি বিরহে
সারমিন জাহান মিতু
১৮/০৭২০১৯

আমি নেই বলে সেই আসরের
বক্তব্য আজ তুমি।

চেনা ঘাটে অচেনা পরবাসী
আচল আড়ালে সবুজ প্ল্যাটফরম

ইচ্ছে হলে বসতে পার,
না হয় দু’পা মাড়িয়ে যেতে পার বহুদূর।

ইতিহাস বদল হোক নাহোক
ইচ্ছে গুলো দাবানল
জ্বালিয়ে -পুড়িয়ে নিশ্চিহ্ন করুক
ধরণির মানব কূল।

কি আসে যায়
আমি নেই বলে,

যা পোড়াবে না কোন কালে
পুড়ে পুড়ে আমি কেন খাক হই তবে।

জীবন অর্থহীন জানি
বুকের ভিতর তবে কি বিরহে
নিশিত রাতে উচাটন আমি।

Powered by themekiller.com