Breaking News
Home / Breaking News / কলকাতার কবি ও নাচিক শিল্পী সোনালী আদক এর কবিতা ” বাবা বাবা গন্ধ “

কলকাতার কবি ও নাচিক শিল্পী সোনালী আদক এর কবিতা ” বাবা বাবা গন্ধ “

বাবা বাবা গন্ধ
সোনালী আদক
১৮/০৭/২৩

এই হতভাগীর পোড়া কপালে, মায়ের স্নেহ মমতা নেই,
একমাত্র অবলম্বন নির্ভর তাই, বেঁচে আছি বাবা তেই।
রোজ দুবেলা মন কেমনে, বাবাটা কী খায় কী করে,
সংসারে ব্যস্ত আমি, কিন্তু মন পড়ে থাকে বাবার তরে।
বাবার পছন্দের খাবারে যখন, টিফিন বক্স বন্দি করি,
খুব শান্তিতে এই বুকটায়, বাঁচার খেই টা আবার ধরি।
আসলে বাবা মা সবার প্রিয় আমার বেলাও তাই,
হঠাৎ মা টা চোখ বুজলো ,বাবাটা বড়ো অসহায়।
আত্মীয় স্বজন পাশ কাটিয়ে, উপকার ভুলে গেছে,
স্বার্থপরতার ভিড়ে বাবার মনটা, আরও ভেঙেছে।
চললো অভাগী টিফিন বক্স গুছিয়ে, বাবার বাড়ি রওনায়,
ছুটন্ত গাড়িটার আগেই প্রাণটা, বাবার কাছে পৌঁছে যায়।
নিজের পাড়াটা পেড়িয়ে যখন, বাপের পাড়া পা রাখি,
বাবা বাবা গন্ধটা না জানি কেনো, কীভাবে গা মাখি।
মেয়ের অন্তর জুড়ে থাক বাপ মেয়ের, জড়িয়ে বিনা স্বার্থ,
বাপ মেয়ের সম্পর্ক নিঃস্বার্থ ভালোবাসার, তুচ্ছ সেথা অর্থ।
রোজ দুবেলা ভগবানের কাছে, ঘোর অভিযোগ আনি,
মাকে ডেকেছো অকালে, ভালো মানুষের অভাব তোমার জানি।
শেষ সম্বল টুকু রক্ষা করো প্রভু, বাবা ছাড়া বাঁচবো না,
সুস্থ সবল রোগ মুক্ত রাখো, বাবা বাবা গন্ধটা ভুলবো না।

Powered by themekiller.com