Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি সারমিন জাহান মিতুর কবিতা “অনন্ত অসুখ “

বিশিষ্ট কবি সারমিন জাহান মিতুর কবিতা “অনন্ত অসুখ “

অনন্ত অসুখ

সারমিন জাহান মিতু
১১-৭-২০

আমি সাগর হতে মহাসাগর
আকাশ হতে পাতাল
সৃষ্টির রহস্যে- বিশ্বের আনাচকানাচে
নক্ষত্রে তনতন করে খুঁজে চলি
যদি একবার দেখা যেতো প্রিয় সেই মুখ,

স্বপ্নের ফেরিওয়ালা –
আমি স্বপহীন হয়ে বেঁচে আছি
বহুটা কাল শুধু তার জন্য।

বলতে পারো স্বপ্নের কোন দেশে
বসে আছে সে
আমাকে মুঠো মুঠো অমাবস্যার
দামী মধ্যরাত উপহার দিয়ে,

কতো দূরে সূর্যের অস্তিত্ব আজ
শিশির ভেজা শরৎ সকাল
কত দূরে স্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে
অপেক্ষার ক্লান্ত সে’ জন।

আমাকে নিয়ে যাবে তার কাছে
ছোট বেলা দই ওয়ালা আর সেই খোকার মতো –
বেঁচে আছি আমি রুগ্ন মনে,

মন জুড়ে শুধু বোন ফায়ার
স্বপ্ন পুড়ে উটকো গন্ধ
মনটাকে বরফে আস্বাদিত করো
আমাকে স্বপ্নের দেশে নিয়ে যাও
নীল পরীদের সাথে হোক
কাব্য বিনিময়।

এখানে এখন চোরাবালিতে আটকে পরেছে

মানুষের রোবটিক্স জীবন,

আমাকে শৈশবে ফিরিয়ে নাও
সেই বুকে আটকে রাখি যাতনার এই মুখ।

সেই প্রিয় মুখে তাকিয়ে থাকি
অস্ফুটস্বরে ডেকে যা-ই তাকে
যে ছিলো আমার অনন্ত সুখ,

স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্নে না হয়
ফিরিয়ে দিও প্রিয় সেই মুখ
শুধু তার জন্য আমার এখন
অনন্ত অসুখ।

Powered by themekiller.com