Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর কবিতা ” অর্ধেক জীবন “

কবি লাজু চৌধুরীর কবিতা ” অর্ধেক জীবন “

বড় রহস্যময় তুমি —
তুমি কখনও নিজেকে আয়নায় দেখেছ?
জীবনের সব হিসেব চুকিয়ে এ কাল থেকে ও কালে হেঁটে যাচ্ছি,
আর তুমি শেষ বেলা পযন্ত আজন্মের ক্ষুদা মেটাতে মগ্ন নারী আর বাহারী রঙ্গিন গ্লাসে।
প্রকৃতির সংস্পর্শে আপন হয় সবাই নর ও নারীর সম্পর্ক গুলো বার বার বদলায়।
তুমি তাদের মাঝে একজন।

হতাশার নামক দীর্ঘ সড়কের মাঝে আমাকে রেখে ভবিষ্যতের হিসেবটা আমাকে বুঝিয়ে দিলো এটাই আমার জীবন।

তবুও জীবন শুরুতে বুঝে নিয়েছিলাম ভবিষ্যতের গন্তব্য কোথায়।
আমার অর্ধেক জীবন নিয়ে তুমি চলে গেলে,
বড় জটিল তুমি বড় রহস্যময়।

আজ কাল কারো শোক সংবাদ আমাকে স্পর্শ করেনা
কারন আমি নিজেই আমার শোক সংবাদের বার্তা বহন করছি।
আমি কাউকে কষ্ট দিতে চাইনি বলেই কাউকে পক্ষপাতিত্বে ফেলতে চাইনি।
শুধু একটি মনের সাথে মনের বোঝা পড়া দীর্ঘ সময়ের
অর্ধেক জীবন একটি মানুষকে পরিপূর্ণ করে না।
সেই যৌবনের সময় আমার অর্ধেক জীবন তুমি নিয়ে গেছো।
অবাধ্য হওয়া অতীত গুলোকে এখন আমি ভীষণ ঘৃণা করি
আমি তো নিজেকে হারিয়েছি মধ্য রাতের অচেনা সড়কে।
নিখোঁজ সংবাদের কোন কাজ হবেনা।

প্রেম মাঝে মাঝে গনতন্ত্রের শিকার, ভালোবাসার অবক্ষয়
রাজনৈতিক অবক্ষয় সাংস্কৃতিক অবক্ষয় ।

শহর হেঁটে হেঁটে বেড়ায় ভালোবাসা খুঁজে যার নাম দিয়েছি গনতন্ত্র।
সম্ভবত আমি আমার মত করে জীবন কে গড়ে তুলতে পারিনি।
ভালোবাসা শ্বেচ্ছাচারিত, ইচ্ছাচারিত ভালোবাসা যৌবনের
বন্দুকের নলে দমিয়ে দিয়েছিলো।
গ্রামের মেঠো পথে খোলা পায়ে হেঁটে যাওয়া সেই বালিকা
অর্ধেক জীবন নিয়ে নিজের কাছেই নিজেই নিখোঁজ সংবাদ।

অর্ধেক জীবন /
লাজু চৌধুরী —

Powered by themekiller.com