Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” তোমাকে হারিয়ে খোঁজে”

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” তোমাকে হারিয়ে খোঁজে”

তোমাকে হারিয়ে খোঁজে

সারমিন জাহান মিতু

১৮-৫-২০২৩

এ বুক তৃষ্ণা নিয়ে ফিরে আসি যে নীড়ে
সেখানে এখন ধূ-ধূ মরুভূমির প্রান্তর,

শ্মশান নীরবতায় হেঁটে চলে কারা যেন
খুঁজে চলি এঘর – ওঘর
এক বুক শূন্যতা হাহাকার করে।

তবুও স্মৃতির উঠানে আবছায়া
হয়ে ঘুরে যে স্বজন
সে আমার নাকি আমি তার
অস্তিত্ব জানে না এ মন,

মানুষের খোলসে যে হৃৎপিণ্ড
ধামাচাপা পরে আছে
সে শুধু নীরবে কাঁদে বোঝে না স্বজন।

আমাতে আমি বলে যে আমার ছিলো বসবাস
সেখানে এখন বেদনার বারোমাসি চাষ,

এ আবাদি জমিতে ফোটে না
কোন সুখ হাসিতে
সোনা রঙের ফসল।

বহতা নদীর প্রাণবন্ত
জীবন জলাঞ্জলি দিয়ে
কেউ কেউ হাজার মানুষের ভিড়ে বড় একা

সুনশান নীরবতা মেনে নিয়ে বেঁচে থাকে
হয়তো কোন ফাগুনের রাতে
শীতল পরশ নিয়ে আসবে সে ফিরে,

প্রতীক্ষা ভোর হয় পাখিদের গুঞ্জনে
আবার রাতের সূচনায় মন কেঁদে চলে
হয়তো সে আবার আসবে ফিরে।

স্বপ্নের বালু ঘর ভেসে যায়
মহাসমুদ্র হাত বাড়িয়ে ডাকে,

শুধু শূন্যতা জানে মরুভূমি মন
কেমন হাহাকারে মা- মা আমার
তোমাকে হারিয়ে খোঁজে।

Powered by themekiller.com