Breaking News
Home / Breaking News / অনবদ্য কবি ও কলামিস্ট প্রিয়মুখ আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “নিরন্তরের নিশ্চয়তা”

অনবদ্য কবি ও কলামিস্ট প্রিয়মুখ আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “নিরন্তরের নিশ্চয়তা”

“নিরন্তরের নিশ্চয়তা”
– আব্দুল্লাহ আল মামুন ‘রিটন’

এক বুক তৃষ্ণা ছিল তো ঠিকই গোপনে
কিন্ত বিশুদ্ধ ছিল না কোনো ঝর্ণার জল
নির্মল টলমল পানিতেও লুকানো ছিলো বিষাক্ত কীট।

পাহাড়ের আড়ালে ছায়া শীতল সমতলে
আমি খুঁজে কুঁড়ে ঘর ঠিকানা করেছিলাম
চূড়া থেকে পাথরের আঘাতে বিতাড়িত হলাম সেখানেও।

নদীর ধার ঘেঁষে সবুজের ফাঁকে দেখেছি বিষ
জীবনের ফাঁকেও ওঁৎ পেতে বসে আছে মৃত্যু
সেখানেও নিরন্তরের নিশ্চয়তা পাইনি এক আনা।

বহুদিন বহুপথ অতিক্রম করে ক্লান্ত শরীরে যখন
হিন্দোলার পিঠে হেলান দিয়ে ঘুমাব ভাবছিলাম
সরে গেলো সেও, আপন থাকেনা আজকাল কেউ।

অবশেষে সারি সারি বৃক্ষের দিকে এগোলাম
যদি সজীব নিঃশ্বাস ও একটু ছায়া পেয়ে যাই
সেখানেও দেখি ঝুলে আছে অসংখ্য মৃত কঙ্কাল।

গোপন কষ্ট গোপন থেকে বলেছে- এখানে কিছু নেই
যা আছে তা শুধুই অবান্তর, উচ্ছিষ্ট, মেকি কোলাহল
এখানে জীবনের নামে তৃষিত সবাই , নিরন্তরের কাঙাল।

Powered by themekiller.com