Breaking News
Home / Breaking News / কলকাতার কবি সোনালী আদক এর কবিতা ” মা “

কলকাতার কবি সোনালী আদক এর কবিতা ” মা “

মা
সোনালী আদক
১৪/০৫/২৩

মুখটা তোমার দেখলে মাগো বুকটা যে ফেটে যায়
মন বলে ওমা আজও তুমি আছো হৃদয়ের নিরালায়।
বললে না কিছু অসময়ে চলে গেলে বড্ড ছিলো তাড়া
নিঃস্ব এ পৃথিবী তুমি কি জানো না মাগো তুমি ছাড়া।
ফিরে এসো মা একটি বার ওমা দেখো এসে বুকটা
তুমি তো সবটুকু বুঝতে পারতে না দেখেও মুখটা।
তবে কেনো মাগো আজ দূরে সরে কোন সে অভিমান
যা কিছু পেয়েছি যতটুকু আমি সবই তো তোমার দান।
একটা প্রার্থনা আজ এই দিনে আবার যদি জন্ম হয়
ফিরে ফিরে আসি মাগো তোমার কোলে দাও না মা অভয়।
ঐ আঁচলে দিয়ো মা ঠাঁই জঠরের যন্ত্রণা সয়ে
নাড়ির টানটা নাড়ি বোঝে শুধু রক্ত মাংস ক্ষয়ে।
অন্তরে একবার দেখো উঁকি দিয়ে সেথা দগদগে ঘা
মা বোঝে শুধু সন্তানের কান্না আর কেউ বুঝবে না।
মা বলে আজ কাকে বলো ডাকি মা পৃথিবীর ছায়া
বড়ো জ্বালা এই বক্ষ মাঝে ছুঁইয়ে দাও তোমার মায়া।
কবে বলো মা ডাকবো আবার মা মাগো ওমা
যদি ভুল করি তুমি তো মা জানি দিবে ঠিকই ক্ষমা।
পাগলের মতো আজও পথে ঘাটে কেনো তোমাকেই খুঁজি
মা মানে যে এক পৃথিবী সুখ মা মানে মা- মা- য় বুঝি।

Powered by themekiller.com