Breaking News
Home / Breaking News / অনবদ্য কবি ফাতেমা খাতুন রুনা এর কবিতা “লোভের ফাঁদ”

অনবদ্য কবি ফাতেমা খাতুন রুনা এর কবিতা “লোভের ফাঁদ”

লোভের ফাঁদ
ফাতেমা খাতুন রুনা

তুমি হৃদয়ে বয়ে যাওয়া ঝড়ের কথা
লিখেছো কাব্যের ভাষায়___
আর আমি এ ঝড়ের আভাস বহু আগেই পেয়েছি
হয়ত প্রশ্ন করবে গোপন খবর কি করে পেলাম___
ধ্রবনীল তবে শুনো ___
এই আমি তোমার শিরা-উপশিরা চিনি-জানি
তোমার রক্তাক্ত হৃদপিন্ড পড়েই জেনেছি
তুমি এখন কেমন আছো____
আমি জানি
তুমি বিরহ বেদনা-কষ্টের শিরোনাম হয়ে বেঁচে আছো
এটাই যে তোমার নিয়তি
আর আমি, হ্যা আমি বেঁচে আছ শুধু কবিতায়___
কবিতার অন্তরালে তুমি প্রতিদিন-ই
আমার কাছে মরো___
বারে বারে আমাকে মারতে চেয়েছো
অথচ তুমি জানোই না অনেক আগেই
আমার চোখে তোমার করুণ মৃত্যু হয়েছে___
এই আমিটা তোমার দুঃখ বোধের
ভিতরের জল ছবি গুলো আঁকতে দেখি
আরো দেখি তোমার লোভ-লালসার শেষ পরিনাম___
প্রতিদিন ফিরে আসো মৃত্যুর যে মঞ্চ থেকে
প্রতিদিন সকালে, রাতে,ভোরে
তোমার শুধু মরণ যন্ত্রণা হবে, কিন্তু মুক্তি পাবেনা___
এতটা বেইমান, ঠক, প্রতারক টাকার লোভে
কাউকে হত্যা করতেও দিধা নেই তোমার___
তবে লিখে রাখো এই টাকার লোভ তোমাকে ধ্বংস করবে
এবং পথে পথে দেউলিয়া হয়ে ঘুরে রেড়াবে____
লোভ না করে তুমি মৃত্যুর সেই মঞ্চটাকে পারতে
ভালোবাসার স্বর্গীয় ফুল দিয়ে সাজিয়ে রাখতে___
এতই লোভ ছিঃ লোভের ফাঁদ পেতে
নারীর জীবন নষ্ট করার খেলায় মেতেছো
অচিরেই তুমি নিজ গুনে ধ্বংস হবে___

Powered by themekiller.com