Breaking News
Home / Breaking News / অনবদ্য কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “দূরের আকাশ “

অনবদ্য কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “দূরের আকাশ “

” দূরের আকাশ ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

আমি যেন দূরের আকাশ
নিঃসঙ্গ,নিস্তব্ধ এবং নীল৷
আমি খুব একা,খুব রঙহীন
দূরেই থাকি,দূরত্ব সীমাহীন৷

আমি প্রবাহিত হয়তো নদী
বয়ে চলি নির্জন পথে অন্তহীন।
আমি বিভাজিত নই এখন
আমি এক বিশাল শূন্য অন্তরীণ।

চঞ্চলতা নেই আমার, আমি স্থির
আমি চূর্ণ হই সংগোপনে নিত্যদিন
আমাকে দেখেনা কেউ এখানে
জনতার মাঝে হেঁটে চলা সঙ্গীহীন

আমাকে একাই থাকতে হয়
মেনে নিয়ে সব গোপণ যন্ত্রণা।
আমাকে বেধনা কোন বন্ধনে,
আমি আর বন্ধনে জড়াবো না।

আমি দূরেতেই থেকে যাব ঠিক
কোন বন্ধন যে আমার সয় না।
আমাকে আমাতেই থাকতে দাও
আবেগে কখনো জড়াতে এসো না।

Powered by themekiller.com