Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “শতাব্দীর কান্না”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “শতাব্দীর কান্না”

শতাব্দীর কান্না
– আব্দুল্লাহ আল মামুন রিটন

এই শতাব্দীর পাঁজরে ঘা আছে
মৃত মানুষের গন্ধ সমস্ত শরীর জুড়ে,
কফির কাপের সাথে বারুদ ধোঁয়া
ব্যারিকেট পড়েছে মুক্তির মিছিলে।

উত্তর থেকে দক্ষিণে, পশ্চিম সিমান্তে
নিস্তার পায়নি নতুন সূর্যের পূর্ব প্রান্ত,
আগুণ, লুটপাট, ধ্বংস, রক্ত, আক্রোশ
ক্রমশ শতাব্দীর শরীর ঝলসে গেছে।

শক্তির মহড়ায় মরছে অহেতুক দূর্বল
কাঁদছে গাঙচিল শেকল পড়া পায়,
হায়েনার চোখে রক্তের নেশা টগবগ
এ শতাব্দীর বুঝি কখনোই মুক্তি নাই।

Powered by themekiller.com