Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “আমি সেই অ’মানুষ”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “আমি সেই অ’মানুষ”

|| আমি সেই অ’মানুষ ||
– আব্দুল্লাহ আল মামুন রিটন

আমি দ্বিধাহীন ভাবে বলতে পারিনি আমি মানুষ
যখন কঙ্কালগুলো থেকে আমাকে আলাদা করা হলো
বলা হলো পরিচয় দাও, আমি বলতে পারিনি আমি মানুষ।

যেখানে দিনে দিনে মানবিক মানবতা ভূলুণ্ঠিত
যেখানে বাহু জোরে ইমারতের উচ্চতায় নিজেকে তুলে ধরেছি
সেখানে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারিনি- আমি মানুষ।

আমার পোষাকে লেগে আছে জাত খুনের রক্ত
আমার হাতে লেগে আছে ধর্ষিতার ছেঁড়া আঁচল
অসংখ্য মানুষ মেরে আমি বলতে পারিনি আমিও মানুষ।

আমার হাতেই কৌশলি শোষণে মরেছে দিনমজুর
আমার হাতেই আত্মসাৎ হয়েছে বিধবার শেষ সম্বল
সেই হাতে তুলে ধরে বলতে পারিনি, আমি আছি, আমি মানুষ।

ঈশ্বরের বৈঠকে কপাল ঠুকে ঠুকে ঐশ্বরিক আদালতে
রক্ত ঢেলে বলবো, ক্ষমা করো ঈশ্বর ক্ষমা করো,সে সাহস নেই
আমি সেই মানুষের রক্তচোষা ভণ্ড পিশাচ, আমি সেই অ’মানুষ।

Powered by themekiller.com