মুক্তি মেলেনি আমার
সারমিন জাহান মিতু
১১-০৬-২০২২
অবশেষে রাত নেমে এলো পৃথিবীর বুকে -যেনো মহাপ্রলয়ের সেই ঘুটঘুটে অন্ধকার,
যতটুকু সম্ভবনার আলো ছিলো সবটুকু হৃৎপিণ্ড নিংড়ে বের হয়ে গেলো।
আমি নির্বাক চেয়ে রইলাম -আমার নিঃশব্দ নিঃশ্বাস প্রতারণা করলো,
ফেনিল জলরাশি ভাসিয়ে নিয়ে চললো আরও বহুদূর।
ভোতা হয়ে যাওয়া অনুভূতির মূল্য নির্ধারণে বাজেয়াপ্ত হলো মন,
ভাবলাম আসলে মন সুখ দুঃখে ঘেরা মানুষের থাকে – আমি মামুলি বটবৃক্ষের ছায়া তো নই হলদে পাতা – ঝরে গেছি কবে।
এখন তামাটে রঙের আমি মাটি আর বাতাসের সখ্যতা মেনে নিয়ে,
উড়ছি ধূলির আস্তরণে মিলিয়ে যাবার অপেক্ষায়- যেখান থেকে আমার উৎপত্তি – আমার বিনাশ।
কিন্তু পোড়া চোখের কাজলে আজও -অশ্রু জলে লেপটে আছে,
যার জন্য ভালোবাসা কাঁদে- প্রাণ কাঁদে,দিবা- নিশি- মুক্তি মেলেনি আমার – হতে পারে মুক্ত আমি নিজেকে করতে চাইনি।