Breaking News
Home / Breaking News / কলকাতার কবি অনমিত্র স্যানাল এর কবিতা ”চন্দ্রমৌলি…

কলকাতার কবি অনমিত্র স্যানাল এর কবিতা ”চন্দ্রমৌলি…

চন্দ্রমৌলি…

অনমিত্র

০৮/০৬/২০২২

শূলাগ্রের ধারালো অগ্রভাগে রক্তাক্ত সমর্পণ আমি চিনি,
ভগ্নলালসার প্রীতি..চন্দ্রমৌলি,
রোজ তাকে কিনি,
শৈবিক শান্তিতে রাতচরা পাখির মতন,
স্বপ্নের ভিতরে ঘুম, ঘুমের ভিতরে রোজ অজান্তেই রক্তক্ষরণ,
গলার গভীরে, আলজিভের তলায়, রুমালেও দলা দলা,
লেগে থাকে চটচটে ঘামের মতন,
বুঝতে পারিনা, তাই তুচ্ছ ভেবে করি অবহেলা,

সকালের সমোত্ত মেঘ,আঁটোসাঁটো বুক নিয়ে দুলে ওঠে,
ফুরোবেই জানি,চন্দ্রমৌলি রাত,
জমাট পৌষের রাত, কেটে যায়,চাঁদ তবু ভেসে থাকে,
হাত ধরে নিয়ে আসে প্রগাঢ় তুষারের মতন, অচেনা প্রভাত,

পাথরের গায়ে যেনো নৃত‍্যরতা উর্বশী,
ল‍্যান্ডস্কেপে ভেসে ওঠা অমসৃন ভেলা,না কি রাত্রি ফুরোলো,
ফিরে এলো এ কোন উষসী..!
বুঝিনা ব‍্যর্থ প্রেম…? নাকি নদীর চড়ার ধারে ফেলে যাওয়া আলো..!

কোথায় দেখেছি যেনো তাকে,
ঘুরে ফিরে আসে, দুষ্প্রাপ্য ভ্রান্ত অবকাশে,
সব ভেলা ভেসে চলে গেলে,
চন্দ্রমৌলি রাত, এক আকাশ চাঁদ নিয়ে
একা জেগে থাকে, শুধু তুমি আছো বলে..

Powered by themekiller.com