চরণে দিও ঠাঁই
কলমে- হুসাইন মেরাজ
তারিখ- ০৬/০৬/২২
নিসীম দিগন্তে চাতকের ন্যায় চেয়ে থাকি,
ক্লান্ত দেহে, নগ্ন পায়ে তোমার চরণে লুটি,
হে সর্ব ভূপতি এই অধমেরে দিও একটু ঠাঁই,
বিশাল সাম্রাজ্যের দাস আমি শুধুই হাবুডুবু খাই।
পরাভূত, রিক্ত, জীবন যুদ্ধে বিধ্বস্ত একটি নাম,
আমি যাযাবর তাই পাইনি কোথাও ঠাঁই,
মরীচিকার পিছু, নেই কিছু, ছুটে তবু পেরেশান,
আমায় ক্ষমা করো তুমি মেহেরবান।
ক্লেদ, হিংসা, পাপ ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবনটাই অভিশাপ,
প্রেম, মোহ, আকাঙ্ক্ষা জাহান্নামের তীব্র শঙ্কা,
মানুষ, অমানুষ, প্রবৃত্তিতে মোড়া অযাচিত মন,
খন্ডিত, বিগলিত, দগ্ধ এজীবন।
জীবনের নিভূ নিভূ বাতি বাড়ায় দুর্গতি,
কূলে এসে হায় পাইনি ঠাঁই!
এ জনমে মোর কাটবে কি গভীর ঘোর?
পাবো কি তোমার একটু সহানুভূতির কৃপা?
তোমার চরণে লুটি, একান্তে মাথা খুটি
দিবে না কি একটু আশ্রয়?
যত ব্যথা দাও, আমাকে পোড়াও,
শেষ অব্দি তোমার করুণায় দিও একটু আশ্রয়।
©কবিস্বত্ব সংরক্ষিত ®