আমার কাছে হেমন্ত
চৈতন্য কুমার বর্মণ
২৬/১১/২০২১
আমার কাছে হেমন্ত জীবনযবনিকার পূর্বাভাস
টগবগে যৌবনটা কেমন যেন নিথর হয়ে আসে
যদিও ধানের শরীরে লেপ্টে থাকে সোনারঙ
তাকে অলঙ্কার বলা চলে না
গাছের পাতাগুলো হলুদের ইশারায় গাঢ়
ঘাসের শরীরে যে মুক্তোর ঝলমল
কবির বোধে হয়তো রাজকীয় পোশাক
ঘাস জানে এ তার মৃত্যুর আলিঙ্গন
বৃদ্ধের পায়ে ভর করে ক্লান্তি
কুয়াশার দূত বার্তা আনে জীবনের ছন্দপতন ।।