মোঃ হোসেন গাজী।।
বিজয়ের মাসের পূর্বে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ বাখরপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ মুকবুল আহমেদ (মুকু) মাস্টার।
সোমবার (১৫ নভেম্বর) রত আনুমানিক ১১ টায় চাঁদপুর সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর।
তিনি স্ত্রী দুই ছেলে ৩ মেয়ে, জামাতা ভাই বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দুপুর ১২ টায় দক্ষিণ বাখরপুর কবিরাজ বাড়ি আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গনে এবং ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দক্ষিণ বাখরপুর বীর মুক্তিযোদ্ধা মরহুম মুকু মাস্টারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা আবৃত কফিনে রাষ্ট্রীয়ভাবে জাতির এই বীর সন্তানকে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান সদর উপজেলা ভূমি কর্মকর্তা ইমরান হোসেন সজিব, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মিয়া পাটওয়ারী সহ উপজেলা প্রশাসন।শত শত মানুষ জানাজা ও দাফনে অংশ নেন। প্রশাসনের কর্মকর্তারা,আলেম ওলামাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাজায়। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন হেমায়েত মাস্টার।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুকবুল আহমেদ (মুকু) মাস্টার ধার্মিক এবং অনেক ভাল একজন মানুষ ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি বাড়িতে এশার নামাজ পড়েছেন। হঠাৎ তিনি দুনিয়া থেকে চিরবিদায় নেন। রাতে মৃত্যুর খবর শুনে চাঁদপুর সদর উপজেলা ও চান্দ্রা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বাখরপুরে শোকে মুহ্যমান হয়ে পড়েন।