Breaking News
Home / Breaking News / আমি দুঃখগুলো রাখতে গিয়েছিলাম

আমি দুঃখগুলো রাখতে গিয়েছিলাম

আমি দুঃখগুলো রাখতে গিয়েছিলাম
-মো.হুমায়ুন কবির

আমি দুঃখগুলো রাখতে গিয়েছিলাম
অতিকায় পাহাড়ের কাছে
পাহাড় বললো:
সীমাহীন দুঃখ নিয়ে আমি
দাঁড়িয়ে আছি লক্ষ বছর!
আমি সাগর পাড়ে গেলাম
দুঃখগুলো বিসর্জন
দিয়ে আসতে
সমদ্র বললো:
কোটি বছরের ফেলে যাওয়া
মানব দুঃখ নিয়ে আমি
করে যাচ্ছি আস্ফালন
আমাকে আর
দুঃখ দিতে এসোনা
ছুটে গেলাম অরণ্যের কাছে-
তোমাদের পত্র
পল্লবের মর্মরে
আমার দুঃখগুলো গেঁথে নাও
বৃক্ষরাজি শনশন করে জানিয়ে দিলো:
আমরা শত হাজার
বছর ধরে
দুঃখের তানপুরা
বাজিয়ে যাচ্ছি
এখানে আর দুঃখ
রাখতে এসো না
গেলাম লাল পদ্মফোটা দীঘির কাছে
স্বচ্ছ জল টলোমল
পদ্মদিঘি বললো:
আমার যতো কষ্ট দিয়ে
আমি ফুটাই লালপদ্ম
তোমার দুঃখ এখানে
ফেলে গেলে
আর কোনোদিন
ফুটবেনা লালপদ্ম
গেলাম বিশাল বিলের মাঝে
বড্ড একাকী দাঁড়িয়ে থাকা
দুঃখী তালগাছের কাছে
বললো: তোমার দুঃখ
রেখে গেলে
আমি যে হবো ধ্বংস!
গেলাম শিউলি তলায়
ঝরে পরা ছড়ানো
শিউলি শেফালি
সমস্বরে বলে উঠলো:
শত হাজার বছর ধরে
আমরা দুঃখ হয়ে ঝরে পরি
কেউ আমাদের নেয়না খবর
শিউলি গাছ বললো:
রাশি রাশি দুঃখ ঝরাই
প্রতি প্রভাতে
আমার কাছে আর
দুঃখ রাখতে এসো না
গেলাম প্রান্তরের নিঃসঙ্গ ঘাসের গালিচায়
গাঢ় সবুজ ঘাসেরা বললো:
কতো পথিক
আমাদের মাড়িয়ে
পিষ্ট করে যায়
আমাদের কাছে আর
দুঃখ রাখতে এসোনা!
ঘাসের ডগায় জমে থাকা
থোকা থোকা শিশির বললো:
পারোতো আমাদের
নিয়ে যাও
আমরা বাতাসের কান্না হয়ে
জমে থাকি ডগায় ডগায়
আমাদের কাছে আর
দুঃখ রাখতে এসোনা!
মৌচাকের কাছে
গিয়ে বললাম:
আমার দুঃখগুলো
তিলতিল করে জমা করো
গুণগুণ গুঞ্জরণে
লক্ষ মৌমাছি বললো:
আমরা মধু তুলে আনি
দুঃখ নয়
অত:পর আমি
নীলিমার দিকে
তাকিয়ে বললাম:
কেউ নেবেনা!
আমার দুঃখগুলো তুমি নাও
অমনি ঝরঝর কান্না ঝরিয়ে
নীলিমা বললো:
আমারই দুঃখ সীমাহীন
কোটি বছর কান্না ঝরিয়েও
আমার দুঃখের শেষ নেই
আমার দিকে আর
দুঃখ ছুড়ে দিওনা!
অবশেষে আমি
দুঃখের জমাট বাধা
হিমালয় শৃঙ্গ হয়ে
ঠাঁয় দাঁড়িয়ে রইলাম
অবিচল স্থির!

Powered by themekiller.com