Breaking News
Home / Breaking News / ফরিদগঞ্জের চররামপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ফরিদগঞ্জের চররামপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ: ফরিদগঞ্জের চররামপুর গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ সময়ে প্রায় দুইশত নারী-পুরুষ সেবা নিয়েছেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়েছে। পহেলা এপ্রিল শনিবার উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ (দঃ) ইউপির চররামপুর গ্রামের ঈদগাহ মাঠে এ আয়োজন করে ‘চররামপুর গ্রাম উন্নয়ন ফোরাম’।

ফোরাম সূত্র দাবী করেছে, এ কর্মসূচী গ্রহণ করা হয় অন্তত দুই সপ্তাহ পূর্বে। এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ দেশব্যাপী আঘাত হানে। ফলে, সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবার কার্যক্রম সফলভাবে সমাপ্ত করা হয়। সকাল ৯:৩০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ৪ ঘটিকায় চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম সমাপ্ত করা হয়।

ফোরামের আহবায়ক ডাক্তার শাহজাহান এবং সদস্য সচিব মোঃ সোহেল সর্দার জানান, চররামপুর গ্রামটি নানা দিক থেকে অবহেলিত। গ্রামের অধিকাংশ মানুষ খাদ্য-বস্ত্র ও বাসস্থানের অভাবে ভূগছেন। চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে গ্রামের এক শ্রেণির অসহায় মানুষ। তারা আরও দাবী করে বলেন, এই করোনাকালে সারা দেশের মানুষ যখন চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, ঠিক তখনই ‘চররামপুর গ্রামের উন্নয়ন ফোরাম’র পক্ষ থেকে প্রায় দুই শত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ প্রদান করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ রকম কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ফোরাম সূত্রে জানা গেছে, চিকিৎসা সেবা প্রদানে চাঁদপুর জেলা সদর থেকে যুক্ত হয়েছেন খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ রোটারিয়ান ডাক্তার মোঃ ইফতেখার উল আলম। গাইনি, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহছেনা আক্তার আইরিন।

ফোরামের যুগ্ম আহবায়ক ও চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন-এর মদস্য মোঃ ইউসুফ সরদার রুবেল বলেন, একটি মডেল চররামপুর বিনির্মাণে চররামপুর গ্রাম উন্নয়ন ফোরাম একটি ফ্লাটফর্ম হিসেবে কাজ করবে। ইনশাআল্লাহ, ভালো ও সামাজিক কাজের প্রতিযোগিতায় সর্বসেরা হবে আমার সংগঠন।

চিকিৎসা সেবা প্রদানকালে গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর সাধারণ সম্পাদক ও গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম। ফোরাম-এর যুগ্ম আহবায়ক মোঃ শাকিল সরদার, গাজী শামিম ও গাজী আরিফ, সহ সদস্যসচিব মোহাম্মদ ইয়াসিন আরাফাত প্রমুখ।

এছাড়া, পথশিশু সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সদস্যরা ফোরাম-এর সঙ্গে একাত্ম হয়ে বক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড প্রেসার পরিমাপ-এ সহায়তা করে।

Powered by themekiller.com