Breaking News
Home / Breaking News / বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণাজয়ন্তী উপলক্ষে শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণাজয়ন্তী উপলক্ষে শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিপুন জাকারিয়া:–

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণাজয়ন্তী উপলক্ষে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪মার্চ) রাতে খলিশাকুড়ী এলাকায় শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগীতায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান সেলিম, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মন্জুরুল হক বাচ্চু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন প্রমুখ।

এছাড়াও শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য সহিদুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর হোসেন রুবেল, চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কামাল হোসেন, চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটন, শরিফপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদ, শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক মুরাদ উদ্দিন, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইন ইয়াজদানী, সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইসলাম আকাশ, শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম, আদনান, ৮নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক. বিল্লাল উদ্দিনসহ অন্যান্যে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Powered by themekiller.com