Breaking News
Home / Breaking News / বেনাপোল সীমান্তে অবৈধ প্রবেশকালে ৭ বাংলাদেশি নারী-পুরুষ আটক

বেনাপোল সীমান্তে অবৈধ প্রবেশকালে ৭ বাংলাদেশি নারী-পুরুষ আটক

এম ওসমান, যশোর : যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার রাতে ভারত সীমান্তবর্তী পুটখালী এলাকা থেকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

আটক বাংলাদেশিরা হলেন, ঝিনাহদহের শহিদুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২৩), নড়াইলের আফজাল হোসেনের ছেলে ইমরান (৩০), মিসমিল্লা মোল্লার স্ত্রী কুলছুম খাতুন (৩২), মানিগঞ্জের প্রফুল্ল চন্দ্র হালদারের ছেলে সবুজ হালদার (২৫), খুলনার আতিয়ার হালদারের ছেলে লালচাঁন হালদার (৩৭), হান্নান শেখের ছেলে শহীদ শোখ (৪৩) ও লালচাঁন হালদারের স্ত্রী মিনারা খাতুন (৩৫)।

বিজিবি সুত্রে জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে ভাল কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র বেশ কিছু বাংলাদেশি নারী-শিশুকে ভারতে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে দালালরা তাদেরকে ভারতে ঢোকানোর চেষ্টা কালে ধাওয়া করে ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিয়ার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবির দেওয়া অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় একটি সুত্র জানায়, দালালরা সীমান্তের ঘাট মালিকদের সাথে চুক্তি করেই অবৈধ পথে নারী-শিশু পাচার করে থাকে। দালালদের সাথে বিভিন্ন দপ্তরের এক শ্রেনীর প্রশাসনিক কর্মকর্তাদের সাথে রয়েছে গভীর সখ্যতা ও লেনদেন। ফলে অনেক ক্ষেত্রেই ধরা ছোওয়ার বাইরে থাকে অভিযুক্তরা। কোন ভাবেই বন্ধ হয়না বিভিন্ন ধরনের পাচার ও চোরাচালান কার্যক্রম। #

Powered by themekiller.com