নিপুন জাকারিয়া:–
জামালপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, নজরুল ক্রীড়া চক্রের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জম্মদিন ও জাতীয় শিশু দিবস এবং জম্মশত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে, পালিত হয়েছে। ১৭ মার্চ রাতে সদরের নারিকেলী মোড় এলাকায়, নজরুল ক্রীড়া চক্রের অফিস রুমে, কেক কাটার মধ্য দিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের ১০১ তম জম্মদিন পালন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারে শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উদ্বোধন করা হয় (NPL) নারিকেলী প্রিমিয়ার লীগ সিজন -৪ ক্রিকেট টুর্ণামেন্টর । নারিকেলী স্কুল মাঠে, উদ্বোধনী খেলায়, নজরুল ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা মনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজহারুল ইসলাম রাজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ মাহাবুবুর রহমান মঞ্জু। খেলাটি উদ্বোধন করেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক শোয়েব তালুকদার, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম রেজা, আলিমুল রেজা খান কাজল, জালাল উদ্দিন মন্ডল, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউলসহ স্থানীয় আওয়ামী লীগ, নজরুল ক্রীড়া চক্রের সকল সদস্য এবং ক্রিকেট প্রেমী হাজারো জনতা মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় কামালখান হাট ক্রিকেট একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছেন নারিকেলীর জয়নার হাজারির ঝরা এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ।
যানা যায়- নজরুল ক্রীড়া চক্র একটি ক্রীড়ামোদী সংগঠন। নেশাসহ সমাজের বিভিন্ন বিভিন্ন অপশক্তি, সংকট মোকাবেলা করতে যুবদের খেলামুখী করনে যার ভুমিকা অপরিহার্য।