নিপুন জাকারিয়া:—
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ৫ নম্বার ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো.কামাল হোসেনের আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ মঙ্গলবার বিকেলে, শ্রীরামপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের মাঠে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায়, ইঞ্জিনিয়ার কামাল হোসেনের পক্ষে, এ আলোচনা সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, প্রার্থী ইঞ্জিনিয়ার কামাল হোসেনে।
উঠান বৈঠকে কামাল হোসেনের মনোনয়নের দাবী জানিয়ে, বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক বাচ্চু, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা লতিফ আকন্দ, সদস্য মোস্তাফিজুর রহমান, সদস্য জাকির হোসেন মাষ্টার, সদর উপজেলা যুব লীগের সদস্য মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম মিয়া, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তামীম হোসেন উজ্জল, ইউনিয়ন কৃষকলীগেরর যুগ্ন-সাধারন সম্পাদক মুনঞ্জুরুল ইসলাম তারা, ৪ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারন সম্পাদক আলী আকবর, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন, ৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি বাবুল আকন্দ, আওয়ামীগ নেতা সুজন মাহামুদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে কামাল হোসেন তার নির্বাচনী ইসতিহার তুলে ধরে বলেন, জনগনের যে সকল সুবিধা ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত , তা শতভাগ সঠিক ভাবে বন্টন করা হবে। প্রতিটি ওয়ার্ডে পাঠাগার স্থাপনসহ স্যানিটেশন ব্যবস্থা ও এলাকার সকল সমস্যা স্থানীয় গ্রামবাসী ও মুরুব্বিদেরকে নিয়ে সুন্দর ভাবে সমাধান করা হবে। শিক্ষা, চিকিৎসাসহ অন্ন, বস্ত্র এবং বাসস্থানের সু-ব্যবস্থা নিশ্চিত করা হবে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা তুলে দেন, আমি আপনাদের সকলকে সাথে নিয়ে মাদক মুক্ত, দূর্নিতী মুক্ত অধুনিক শরিফপুর ইউনিয়ন গড়ে তুলবো ইনশাল্লাহ।