নিপুন জাকারিয়া, জামালপুর প্রতিনিধি:–
অতি বৃষ্টির পর দ্রুত পানি নিষ্কাশনের জন্য জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডে ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ২ কিলো ৩০ মিটার আরসিসি পাইপ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেলে পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের বগাবাইদ-বোর্ডঘর থেকে ঝিনাই নদী পর্যন্ত পাইপ ড্রেনেজ কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি এবং নব-নির্বাচিত পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
অবকাঠামো প্রকল্পের উদ্যোগে ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যায়ে ২ কিলো ৩০ মিটার দীর্ঘ বগাবাইদ বোর্ডঘর থেকে ঝিনাই নদী পর্যন্ত ড্রেন নির্মাণ করা হবে।
শহরের জলাবদ্ধতা নিরসনে টেকসই লক্ষ্য নিয়ে এবার নতুনভাবে আরসিসি পাইপ ড্রেন নির্মাণ করছে জামালপুর পৌরসভা।
এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, পৌরসভার প্যানেল মেয়র(১) ফজলুল হক আকন্দ, নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ এমদাদুল ইসলাম জীবন, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসরিন আক্তার ও ঠিকাদার রেজাউল করিম মজনু সহ অত্রএলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্হিত ছিলেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান রুমি কনস্ট্রাকশন আরসিসি পাইপ ড্রেন নির্মাণ কাজটি সম্পন্ন করবে।
জামালপুর