স্টাফ রিপোর্টার ::
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেন, সাংবাদিকদের লেখনী মাধ্যমে ঘুমন্ত জাতিকে জাগ্রত করে। একটি অবহেলিত সমাজকেও সাংবাদিকরা তাদের লেখার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।
তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার ও কথাবলার সুযোগ দিয়েছে।
সকালে ঢাকা নেম ভবনের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ উপরোক্ত কথাগুলো বলেন নুরুল আমিন রুহুল এমপি।
এ সময় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি মধ্যে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর সংবাদের প্রতিনিধি আবদুল লতিফ মিয়াজি, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি ফারুক হোসেন, সহ সভাপতি ও দৈনিক আলোকিত চাঁদপুরের প্রতিনিধি দেওয়ান মোঃ সালাউদ্দিন, সহ সভাপতি ও বিশ্ব বিদ্যালয় পরিক্রমার প্রতিনিধি আতিকুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক ও প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও নূরানী রেডিও এর ব্যাবস্থাপনা পরিচালক ফয়েজুন নুরী আখন রাসেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর এর প্রতিনিধি মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক দেশবার্তার প্রতিনিধি সালেহ আকরাম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন, উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন, উপদেষ্টা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকী, কার্যকরী পরিষদের সদস্য ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল বারী।