নিপুন জাকারিয়া :—
জামালপুর সদরের ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের সাজাপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোফাজ্জল হোসেনকে বরখান্ত করন ও এডহক কমিটির সভা যুদ্ধাপরাধী পরিবারের সন্তান এস.এম বদরুল ইসলামকে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঘন্টাব্যাপি মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে, ঘোড়াধাপ ও বাশঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের ব্যানারে এ নেতৃবৃন্দরা তাদের অপসারণের জোর দাবী জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেন, সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম খোকা, যুগ্ন-সাধারন সম্পাদক মির্জা আজম কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মো.মোস্তাফিজুর রহমান মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, দপ্তর সম্পাদক শফি উদ দৌল্লা চিশতী, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক মো.শাহজাহান, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের খোকা, সহ-সভাপতি খাইরুল আলম পিন্টু, ঘোড়াধাপ ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল হক, সদর উপজেলা পুর্ব সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক রুকনুজ্জামান, সদর উপজেলা যুবলীগ নেতা জাবেদসহ স্থানীয় সর্বস্তরের আওয়ামী জনতা ও এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন সাজাপ্রাপ্ত দূর্নিতীবাজ অধ্যক্ষকে মো.মোফাজ্জল হোসেনকে বরখাস্তকরন ও এডহক কমিটির সভাপতি কমিটির সভাপতি যুদ্ধাপরাধী পরিবারের সন্তান এস.এম বদরুল ইসলামকে অপসারণ করতে হবে। তারা আরো বলেন, শুধু মাত্র শিক্ষকদের সাথে দূর্নিতী করেই থেমে নেই, অধ্যক্ষ মো.মোফাজ্জল হোসেন। কোমলমতি দরিদ্র শিক্ষার্থীদের নিকট থেকে, ফরম পূরনের নামে বিভিন্ন সময় বিপুল পরিমান অর্থ নিলেও তাদের কোন প্রকার রশিদ প্রদান করেন না তিনি। মানববন্ধন শেষে বিক্ষোভ ঝাওলা গোপালপুর কলেজে দুর্নিতী বন্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।