Breaking News
Home / Breaking News / হাজীগঞ্জের হরিপুরে গাছ কাটা নিয়ে বাঁধা দিলে প্রবাসীর স্ত্রীকে দেশীয় অস্রের আঘাতে রক্তাক্ত জখম

হাজীগঞ্জের হরিপুরে গাছ কাটা নিয়ে বাঁধা দিলে প্রবাসীর স্ত্রীকে দেশীয় অস্রের আঘাতে রক্তাক্ত জখম

নিজেস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জ উপজেলার ৯নং পূর্ব গন্ধবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের নাইদ বাড়ির প্রবাসী শহিদ উল্লাহ”র স্ত্রী ফাতেমা বেগম (৩৫) নিজেদের লাগানো সিমানার গাছ কাটা নিয়ে বাঁধা দিলে একই বাড়ির ননদ জামাই বিল্লাল হোসেন ও তাদের ছেলে আছিব এলোপাতাড়ি ভাবে শরিরের বিভিন্নস্থানে কিল,ঘুষি,লাথি, লাঠি-চটা ও দেশীয় অস্র-শস্র দিয়ে মাথায় আঘাতসহ বসত ঘর লুটতরাজ করে তাকে রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় ফেলে ঘটনারস্থল ত্যাগ করে চলে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে। খবর পেয়ে ফাতেমার মামাতো ভাই কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল ছুটে গিয়ে ফাতেমাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আয়েশা সিদ্দিকী তার রক্তাক্ত আঘাতের মাথা সেলাই করে এবং গুরুতর আহত অবস্থায় মহিলা ওয়ার্ডের ১নং সিটে ভর্তি দেয়। ভর্তির পর এদিন বিকেলে আহত ফাতেমার জ্ঞান ফিরলে এসব তথ্য জানান। কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল তাকে হাসপাতালে নিয়ে আসার কথা নিশ্চিত করে বলেন, ফাতেমা আমার আপন ফুফাতো বোন, শিশু অবস্থায় ফাতেমার পিতা-মাতা মারা যায়, আমাদের পরিবারের সদস্যরাই তাকে লালন-পালন করার পর প্রায় ১৫ বছর পূর্বে ওই হরিপুর গ্রামের প্রবাসীর নিকট বিয়ে দেয়। তার স্বামী অত্যন্ত ভালো মানুষ, এ পর্যন্ত বোনটাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে তাদের তিন কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে খোদেজা আক্তার নবম-শ্রেণীতে, মেজো মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে এবং ছোট মেয়ে এখনো ভর্তি হয়নি বয়স মাত্র পাঁচ বছর। এ তিন মেয়ে স্বামী সংসার নিয়ে ফাতেমা সুখে-শান্তিতে ঘর সংসার করে আসছে। কিন্ত তাদের এ সুখ-শান্তি বিনষ্ট করার জন্য প্রতিহিংসায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে ওই ননদ জামাইয়ের পরিবার গং । বিগত ৫/৬ বছর পূর্বেও বিল্লাল হোসেন গং ফাতেমার উপর জোর যুলুম নির্যাতন করলে চাঁদপুর বিজ্ঞ আদালতে একটি মামলা হলে তদন্তের জন্য তাদের পরিষদ কার্যালয়ের চেয়ারম্যানকে দিলে আপোষ মীমাংসার মধ্যে তা শেষ করে দেয়। আমিও এ মীমাংসার সময় চেয়ারম্যান পরিষদে উপস্থিত ছিলাম। সাংবাদিক বাবুল আরো বলেন, আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে বিল্লাল হোসেন গংদের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

Powered by themekiller.com