ফারুক হোসেনঃ
চাঁদপুরের মতলব উত্তর জাটকা রক্ষা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩রা মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা, অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, যুগান্তর ও আনন্দ টিভি’র মতলব প্রতিনিধি ফারুক হোসেন প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম,
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ , সহকারী মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার, মৎস্য প্রতিনিধিগন।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আমাদের জাটকা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। জাটকা মাছ নিধনরোধ করতে পারলে বাংলাদেশ ইলিশের প্রাচুর্যে ভরে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য বলেন
নিষেধাজ্ঞার এই সময়টাতে কোন অবস্থাতেই জাটকা ইলিশ ধরা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা মাছ ধরতে নদীতে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে জাটকা নিধনরোধে কাজ করার আহবান জানান।