Breaking News
Home / Breaking News / জাসালপুরে শ্রীপুরে আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে-, ১০টি ঘর পুড়ে ছাই

জাসালপুরে শ্রীপুরে আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে-, ১০টি ঘর পুড়ে ছাই

নিপুন জাকারিয়া ::

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভালুকা রানীপুকুর পাড়ে আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১টার দিকে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রীপুর ইউনিয়নের ভালুকা রানীপুকুরপাড়ে আশ্রয়ন প্রকল্পে আগুন লেগে মুহুর্তেই ১০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি এসে ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন জানান, অগ্নিকান্ডে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। অগ্নিকান্ডে ১০টি পরিবারের প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ সময় আরও ২০টি ঘর আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন জানান, অগ্নিকান্ডে খবর পেয়ে, বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। তাৎক্ষনিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি তিন হাজার করে, ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। ইউএনও আরও জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে পুনর্বাসনের জন্য ক্ষয়ক্ষতির তালিকা করে আশ্রয়ন প্রকল্পের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Powered by themekiller.com