Breaking News
Home / Breaking News / আসন্ন ইউপি নির্বাচন তৃনমুল মানুষেন ভালবাসায় নৌকা প্রতীক নিয়ে সেবা করতে চান শরিফপুরের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল

আসন্ন ইউপি নির্বাচন তৃনমুল মানুষেন ভালবাসায় নৌকা প্রতীক নিয়ে সেবা করতে চান শরিফপুরের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল

নিপুন জাকারিয়া:—

জামালপুর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, চা-আড্ডা থেকে শুরু করে, সর্ব মহলের আলোচনাতেই বইছে নির্বাচনের হাওয়া।

জামালপুর শহরের নিকটবর্তী ইউনিয়ন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ সদরের ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদ তাদের দখলে রাখতে চাই। সেই লক্ষে এক ডজনেরও বেশি প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় নাম প্রকাশ করেছেন। তাদের মধ্যে শিক্ষা, মেধা, দক্ষতা, সততা,পেশা,ক্লিন আমেজ, পরিচ্ছন্ন নেতা হিসেবে ইতিমধ্যেই ইউনিয়ন বাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য, ইউনিয়নের বেড়াপাথালিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন।

মজিব আদর্শের সৈনিক হিসেবে, নৌকা পাগল মানুষদের সাথে নিয়ে, করোনা ভাইরাসসহ, শরিফপুর বাসীর যেকোন সংকটে, পাশে থেকেছেন সার্ধ্যমত। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পরামর্শক্রমে শরিফপুরকে আরো ডিজিটাল রুপে গড়ে তুলতে, মুজিববর্ষে উপলক্ষে কাজ করে চলেছেন নিরলস ভাবে। সামাজিক কিংবা সাংস্কৃতিক, ধর্মীয় কিংবা উপজাতী, ছোট কিংবা বড় সকল অনুষ্ঠানে নিজেকে বিলিয়ে দিয়ে, পাশে থেকেছেন সকলের। বাড়িয়ে দিয়েছেন সহযোগীতা হাত। ইউনিয়নের আওয়াল,বৃদ্ধ, বনিতা সকলের ভালবাসা নিয়ে আসন্ন শরিফপুর ইউপি নির্বাচনে মাঠচুষে এগিয়ে চলেছেন তিনি। সদ্যসমাপ্ত পৌর নির্বাচনেও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড়া.এম এ মান্নান খানের দিক নিদের্শনায় রাত-দিন কাজ করে, বিজয় সু-নিশ্চিত করে বাড়ী ফিরেছেন।

শরিফপুর ইউনিয়নের সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ইঞ্জিনিয়ার কামাল হোসেনের মতো আজ রাজনীতিতে বড় প্রয়োজন। আরো বলেন, কর্মীবান্ধব বঙ্গবন্ধু আদর্শে আদর্শিত নেতা, যদি জনগনের সেবক হয়, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর, গঠন করা, আরো সহজ হবে। তারা বলেন – ইঞ্জিনিয়ার কামাল হোসেন তার মেধা ও দক্ষতা দিয়ে, নিজেকে গঠন করতে সক্ষম হয়েছে, এবার অবহেলিত এ ইউনিয়নকে আরো এগিয়ে নিবে এমনটিই প্রত্যাশা তাদের। তাই তৃনমুল নেতাকর্মীসহ স্থানীয় ভোটারা তার মনোনয়নের বিষয়ে শতভাগ আশাবাদী। ইঞ্জিনিয়ার কামাল হোসেন বলেন- আমি অতি সাধারন মানুষ , নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে, দূর্নীতিমুক্ত উন্নত ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু আদর্শে সকলকে সাথে কাজ করে যেতে চাই ।

Powered by themekiller.com