Breaking News
Home / Breaking News / কচুয়ায় ১০ লাখে ২০ লাখ টাকা সুদ দিয়েও রেহাই পায়নি ইকবাল! মুমর্ষ অবস্থায় পুলিশের উদ্ধার

কচুয়ায় ১০ লাখে ২০ লাখ টাকা সুদ দিয়েও রেহাই পায়নি ইকবাল! মুমর্ষ অবস্থায় পুলিশের উদ্ধার

বাংলারমুখ ডেক্সঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর দক্ষিন বাজারের সিএনজি গ্যারেজ মালিক গোহট (দঃ) ইউনিয়নের কেশরকোট গ্রামের নতুন বাড়ির শহিদের ছেলে ইকবাল (৩০) একই বাজারের সুদ ব্যবসায়ী মৃত চাঁদমিয়ার ছেলে হানিফ,মোহাম্মদ আলী ও মোস্তফার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে ডাবল সুদে ২০ লাখ টাকা দিয়েও রেহাই পায়নি। ইকবাল ও তার পরিবারের লোকজন জানান, সোমবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ইকবাল গ্যারেজ বন্ধ করে বাড়িতে চলে যাবার পর চাঁদমিয়ার ছেলেরা তাকে ফোন করে বাজারে এনে আরো অতিরিক্ত ৪ লক্ষ টাকা সুদ দেয়ার জন্য দাবী করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সুদ ব্যবসায়ীরা ইকবাল কে এলোপাতাড়ি কিলঘুষি, লাথি ও লাঠি-ছটা দিয়ে মারতে মারতে মাটিতে টেনে-হেঁছড়ে রহিমানগর বাজারের পাশেই তাদের সাহারপাড় গ্রামের বসত ঘরে নিয়ে একটি কক্ষে আটকিয়ে নির্মম ভাবে নির্যাতন করে। এসময় ইকবালের পরিবারের লোকজন খবর পেয়ে কচুয়া থানায় গিয়ে অভিযোগ করলে এসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে সরজমিনে এসে তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং পুলিশ সুদ ব্যবসায়ী হানিফ ও তার ভাই মোঃ আলী কে আটক করে থানায় নিয়ে যায়। ইকবাল আরো জানান, ১৫ মাস আগে ওই সুদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে ১লাখে ২লাখ টাকা দিতে হবে বলে ১০ লক্ষ টাকা নেয়। এ ১৫ মাসের মধ্যে এবং গত ২০/২৫ দিন পূর্বে ৩ লক্ষ টাকা পরিষদসহ মোট ২০ লক্ষ টাকা দেয় এবং আর দিতে পারবেনা বলে অপারগতা প্রকাশ করলে ঘটনার দিন আরো ৪ লক্ষ টাকা দেয়ার দাবীতে এই নির্মম নির্যাতনের স্বিকার হয়।
এসআই হাবিব ঘটনাটি নিশ্চিত করে জানান, বাদী বিবাদী পক্ষ আপোষ মিমাংসা হয়ে গেছে। সুদ ব্যবসায়ীদের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইকবাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Powered by themekiller.com