নিপুন জাকারিয়া:—
পঞ্চম ধাপে জামালপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ২৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে, ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ন ভাবে, উৎসব মূখর পরিবেশে, ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরে সন্ধ্যায় নব-নির্মিত মির্জা আজম অডিটোরিয়ামের নির্বাচন পর্যবেক্ষন কেন্দ্র থেকে, জামালপুর পৌর নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ গোলাম মোস্তফা প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করে, ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী ঘোষনা করেন। নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ছানোয়ার হোসেন ছানু ৪৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১শ ৫৬ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা কামাল হাতপাখা প্রতীক নিয়ে ৬শ ১ ভোট পেয়েছেন। রিটার্নিং অফিসার বিজয়ী ফলাফল ঘোষণা করার পর, ছানোয়ার হোসেন ছানু, বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার অফিসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
রাত যত গভীর হয়, বকুলতলাস্থ জেলা আওয়ামী অফিস যেনো, ঈদ আমেজে পরিনিত হয়। তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা দলে দলে যোগ দেন। এ সময় ব্যক্তি উদ্যোগেও হাজারো মানুষের ঢল নামে ।
জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ বাকী বিল্লাহ ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো.মোজাফফর হোসেনসহ সকলের উপস্থিতিতে ছানুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শাহিনা হোসাইন ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান আরা হেনাসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।।