Breaking News
Home / Breaking News / ডাঃ মাসুদ হাসান এর পেইজ থেকে নেয়া কিছু কথা…

ডাঃ মাসুদ হাসান এর পেইজ থেকে নেয়া কিছু কথা…

ডাঃ মাসুদ হাসান এর পেইজ থেকে নেয়া কিছু কথা…
গতকাল রাতে চাঁদপুর পুরান বাজার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উজ্জাপিত হয়েছিল পূর্ণিমার চাঁদ দেখার উৎসব, আইডিয়াটা ছিল চমৎকার, অসাধারণ পরিবেশ আয়োজক ছিলেন সামাজিক সংগঠন আপন ও চাঁদপুর জেলা সাহিত্য মঞ্চ। **********************চাঁদপুর শহরে এটি নতুন হলেও এর আদি ইতিহাস শত বছরের পুরনো, এই অনুষ্ঠানটি বেশিরভাগই হত হাওর অঞ্চলে, বর্ষা মৌসুমে নৌকায় করে ভাটিয়ালি ভাওয়াইয়া লোকগীত এর সুরের মূর্ছনায় পুঁথিপড়া বিভিন্ন আয়োজন করা হতো, এ আয়োজন এর অংশীদার ছিলেন হাসান রাজার বংশধর সুনামগঞ্জের সাবেক মেয়র প্রয়াত ও ময়নুল ময়েজুদ্দিন, ও সৈয়দ মুজতবা আলীর যিনি উপমহাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও রম্য রচনা করতেন তাঁর এই বংশধর আওয়ামী লীগের ডাকসাইটের নেতা সাবেক মন্ত্রী সৈয়দ মহসীন আলী।**************************চাঁদপুরের মেয়র মহোদয়ের প্রতি বিনীত প্রার্থনা করব, আমাদের চাঁদপুরের আদি ইতিহাস ফিরিয়ে আনুন আপনার সুদূর প্রসারী নান্দনিক চাঁদপুর শহর গড়তে। শিল্প সাহিত্য চর্চা, কেন্দ্র কবে চাঁদপুর মাদক মুক্ত হবে চাঁদপুর, খেলাধুলার জন্য উন্মুক্ত খেলার মাঠ নির্মাণ করুন, চাঁদপুরকে শিশুপার্ক নির্মাণ। সহ-শিক্ষা সাহিত্য খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিন , পৃষ্ঠপোষকতা করুন কথা দিলাম আপনার পাশে আমরা থাকবো।************************************ভৌগোলিক কারণে চাঁদপুর এতই গুরুত্বপূর্ণ একটি শহর, তার তিন পাশে প্রবাহিত, তিনটি নীল জলরাশির প্রবাহমান নদী, নদীর ঢেউয়ের গর্জন, রাতের বেলায় চলাচলরত লঞ্চ-স্টিমারের হুইসেল এর আওয়াজ, ট্রেনের চলার গতি শব্দ, শহরে চলাচল রত রিকশাগুলো টিংটং আওয়াজ। শহরের মাঝখান দিয়ে প্রবাহমান রেলওয়ে লেক। এক কথায় অসাধারন এক জল জোসনা শহর। আমি গর্বিত এই শহরে আমার জন্ম হয়ে। সত্যিকার অর্থে যদি একটু সুন্দর করে সাজাতে পারা যেত শহরটিকে চমৎকার দৃষ্টান্ত হতো সারা বাংলাদেশে। মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নান্দনিক পর্যটন নির্ভর ও ব্যবসা শিল্পবান্ধব শহরে পরিণত করার জন্য।

Powered by themekiller.com