অনলাইন ডেস্ক :
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
আজ এই জামিন আবেদন করা হয় বলে জানান খালেদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনের শুনানি হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর এই মামলায় খালেদার জামিন না মঞ্জুর করেন কুমিল্লার আদালত।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লা চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহত হয়। এ ঘটনায় হুকুমের আসামি করে হত্যা মামলার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করে পুলিশ। পরবর্তীসময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় রূপান্তর করা হয়।