এইচ এম ফারুক ::
সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুশ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতিবছরের ন্যায় এই বছর ও মতলব উত্তরে উদযাপন হলো আন্তর্জাতিক নারী দিবস ও মানববন্ধন ।
মতলব উত্তর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কাজী ইশরাত জামানের সভাপতিত্বে, ক্রেডিট সুপারভাইজার যুগল কৃষ্ণর পরিচালনায়, আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের আলাদা করে দেখার কোন সুযোগ নেই। কর্মক্ষেত্রে নারীরা এখন পুরুষের চেয়ে পিছিয়ে নেই। কর্মক্ষেত্রে নারীর সফলতার গল্প ছড়িয়ে দিতে হবে গ্রামে গঞ্জে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ওটারচর উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী নাবিলা আক্তার, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী লাবন্য আক্তার, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কবির আহমেদ।