অভিজিত রায় ॥ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় পর্যায়ে চাঁদপুর জেলার ৭টি উপজেলার নির্বাচনে বৃহস্পতিবার (৭ মার্চ) প্রত্যাহারের শেষ দিনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী, ১০ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সহ মোট ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।
সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান এবং সহকারি রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিনের কাছে এসব প্রার্থীরা তাদের প্রত্যাহারের আবেদন জমা দেন।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, ৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১ জন চেয়ারম্যান প্রার্থী, ১ পুরুষ ও ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বিএনপিমনা চেয়ারম্যান প্রার্থী কাজী মোঃ ইব্রাহিম জুয়েল, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুনুর রশিদ হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আয়েশা রহমান তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন।
বর্তমানে চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান একই দলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ভূইয়া কালু ও জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. মহসিন খান চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে রয়েছেন। পুুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোঃ আইয়ুব আলী বেপারী, জাকের পার্টির প্রার্থী মোঃ নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা সুলতানা ও শিপ্রা দাস।