Breaking News
Home / Breaking News / ঢাকার তেজগাঁওয়ে হেযবুত তওহীদ কর্তৃক আয়োজিত ‘ধর্মের অপব্যবহার নারী প্রগতির অন্তরায়’ শীর্ষক এই আলোচনা

ঢাকার তেজগাঁওয়ে হেযবুত তওহীদ কর্তৃক আয়োজিত ‘ধর্মের অপব্যবহার নারী প্রগতির অন্তরায়’ শীর্ষক এই আলোচনা

ইলা ইয়াসমিনঃ

নারীরা একটি জাতির প্রায় অর্ধেক জনসংখ্যা। এই বড় সংখ্যক জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতির প্রকৃত উন্নয়ন ও প্রগতি সম্ভব নয়। জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও যথাযথ ভূমিকা পালন করতে হবে। সেজন্য আগে চারদেয়ালের বন্দিদশা থেকে নারীদেরকে মুক্ত হতে হবে। এ মুক্তি জাতির কল্যাণের জন্যই আজ প্রয়োজন।
ঢাকার তেজগাঁওয়ে হেযবুত তওহীদ কর্তৃক আয়োজিত ‘ধর্মের অপব্যবহার নারী প্রগতির অন্তরায়’ শীর্ষক এই আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মূক্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্পাদিকা ও দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী । বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিশু মনোবিজ্ঞানী ও হেযবুত তওহীদের যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি মো. শরিফুল ইসলাম, তেজগাঁও থানা সভাপতি মো. আলহামদ। এতে সভাপতিত্ব করেন তেজগাঁও থানা হেযবুত তওহীদের মহিলা বিষয়ক সম্পাদক রিমেসা হুদা।

মূখ্যআলোচক তিনি তার বক্তব্যে বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, মাদক ইত্যাদি জাতিবিনাশী কার্যক্রম দমনে নারীরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। একজন মা-ই পারেন তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে, সুশিক্ষা দিতে। তেমনিভাবে একজন বোন তার ভাইকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের পথ থেকে ফেরাতে পারেন। স্বামীকে সৎপথে পরিচালিত করতে স্ত্রীদের ভূমিকাও অসামান্য। এক কথায় জাতিকে সঠিক পথে পরিচালিত করে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ জাতি গড়তে কাজ করছে হেযবুত তওহীদ।

Powered by themekiller.com