স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে নারীদেরকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাক্ষেত্রে যে বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়েছেন, অতীতে তা কোনো সরকার করতে পারেনি। বর্তমান শিক্ষা ব্যবস্থাই তা প্রমাণ করে।
তিনি আরো বলেন, মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন সাহেব একজন শিল্পপতি ছিলেন। নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে মায়ের নামে রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করে এ এলাকার শিক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত করেছেন। আমি মরহুম গিয়াস উদ্দিন সাহেবের আত্মার মাগফেরাত কামনা করছি। আগামী দিনেও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ শিক্ষাক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২ মার্চ রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ মাঠে কলেজের আইসিটি ভবন উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাসান আহমেদের সভাপতিত্বে ও কলেজ গভর্নিং বডির সদস্য দেওয়ান মোঃ রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, মতলব সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, চাঁদপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. একেএম মাহাবুবুর রহমান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএম ইকবাল, কলেজ গভর্নিং বডির সদস্য হাসান ইমাম।
বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম।
কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। এর পূর্বে এক নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে শান্তির পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানের শুরুতেই কলেজের আইসিটি ভবন উদ্বোধন করেন, প্রধান অতিথি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল। মোনাজাত পরিচালনা করেন এড. মনোয়ার আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহির সরকার, বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য আলহাজ্ব হেদায়েত উল্লাহ, অভিভাবক প্রতিনিধি এমএ আজিজ বাবুল, মজিবুর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ দলীয় নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। পরে পুরষ্কার বিতরণ করা হয়।