Breaking News
Home / Breaking News / খুব শিগগিরই সরকারের পতন: খন্দকার মোশাররফ

খুব শিগগিরই সরকারের পতন: খন্দকার মোশাররফ

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে আমরা পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছি। আর খুব শিগগিরই এই সরকারের পতন ঘটিয়ে আমরা নির্বাচনে যাব।
মোশাররফ হোসেন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে ভোটার খুঁজে পাওয়া যায়নি। কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটারই খুঁজে পান নি প্রার্থীরা, তারপরও নাকি লাখ লাখ ভোট পড়েছে।
শুক্রবার (১ মার্চ) বেলা ১১টার দিকে মৎস্যজীবী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন (ডিএনসিসি) জনগণ প্রত্যাখান করে ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে। বর্তমান সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন জনগণ যে বিশ্বাস করে না, গতকাল সেটা প্রমাণ হয়েছে।
ডিএনসিসি নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে, এটা পরিষ্কার। এই মেয়র উপ-নির্বাচনে জাপার যিনি প্রার্থী ছিলেন তিনি বলেছেন, প্রায় ৪০টি কেন্দ্রে তিনি গিয়েছেন, সেখানে কোনো ভোটার দেখেননি। ৫ শতাংশ ভোটও পড়েনি। অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এই সরকার ও প্রশাসনের যে চেহারা দেখেছে, তার প্রতিবাদ হিসেবে গতকাল তারা ভোটকেন্দ্র যায়নি।’
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট পেয়েছেন। এটা কোথা থেকে আসল? আমাদের কাছে পরিস্কার, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছিল, জনগণের ভোট দেয়ার প্রয়োজন হয়নি। এভাবে ৯০ শতাংশ ভোট তারা দিয়েছিল। একই প্রক্রিয়ায় গতকালও ৩১ শতাংশ ভোট পড়েছে। এটাও সরকার তার সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ করেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

Powered by themekiller.com