অভিজিত রায় ।। ১লা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল দুই মাস নদীতে জাটকা ধরা নিষিদ্ধ। এ সময় পদ্মা-মেঘনায় সকল প্রকার জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর ইশানবালা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার মেঘনা নদীতে অভয়াশ্রম থাকায় জেলেদের নদীতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
এ সময় কোস্ট গার্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেডের নেতৃত্বে নৌপুলিশ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করবে।
মতলব উত্তর উপজেলার সংশ্লিস্ট কর্মকর্তা জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে সকল প্রকার জাল ফেলা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। সেই সাথে কোন জেলেও নদীতে নামতে পারবে না। যদি এই সময়ে কোন জেলেকে নদীতে পাওয়া যায় তাহলে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্ট গার্ড থাকবে নদীতে। সারাক্ষণ মনিটরিং করা হবে। তিনি আরও বলেন, দুই মাসে জেলেদের মাঝে ৪০ কেজি হারে চাউল দেওয়া হবে। দুই মাসে চারটি ধাপে চাউল দেওয়া হবে। এছাড়াও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তালিকাভুক্ত জেলেদের ১ টি করে সেলাই মেশিন ও ২টি করে গবাদি পশু (ছাগল) দেওয়া হবে। মতলব উত্তরে তালিকাভূক্ত ৮ হাজার ৮৯৪ জন জেলে আছে।
জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তর সভা-সমাবেশ ও মাইকিং কার্যক্রম পরিচালনা করবে।