Breaking News
Home / Breaking News / অপরাধ দমনে রাত ১১টার পর ঝুপরি দোকান গুলো বন্ধ থাকবে

অপরাধ দমনে রাত ১১টার পর ঝুপরি দোকান গুলো বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর কমিটির নেতৃবৃন্দের সাথে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় নিজ কার্যালয়ে ওসি মোহাম্মদ মিজানুর রহমান মতবিনিময় সভায় বলেন, অপরাধ দমনে রাত ১১টার পর থেকে ঝুপরি দোকানগুলো বন্ধ থাকবে। কারণ এই দোকানগুলো থেকে অপরাধীরা পুলিশকে পাহারা দেয়। এদের দমনে পুলিশ ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন। এছাড়া সন্ত্রাসী, মাদক দমন ও ইভটিজিং রোধে রাতে অপরিচিত কোন লোককে সন্দেহ হলে পুলিশকে জানাবেন। তিনি আরো বলেন, ছেংগারচর বাজারে অপরাধ কর্মকান্ডে দমনে সিসি ক্যামেরা আওতায় আনতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহবান জানান। বাজারে নৈশপ্রহরী নিয়োগ দেয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ওসি (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি হাজি মনির হোসেন বেপারী, সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সম্পাদক নাসির উদ্দিন, সদস্য মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, নাজমুল খান, ইব্রাহিম লস্কর, ডা. মজিবুর রহমান, মো. নাজিম, ব্যবসায়ী আমিনুল হক বেপারী, হাজী সফিকুল ইসলাম, সোহরাব হোসেন, সাইদুর রহমান শিবলু, ডা. কাউসার মেহেদী, শেখ সাদী ঢালী, ইউসুফ লস্কর, মাইন উদ্দিন প্রমুখ।

Powered by themekiller.com